থাই উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রসচিবের সাক্ষাৎ
থাইল্যান্ড সফররত বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে উভয়পক্ষ ঢাকা ও ব্যাংককের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে সম্মত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) ব্যাংককে ডন প্রমুদউইনাইয়ের সঙ্গে মাসুদ বিন মোমেনের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে তারা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং দুই বন্ধুত্বপূর্ণ জনগণের পারস্পরিক সুবিধার জন্য বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার গুরুত্ব দেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে থাই উপ-প্রধানমন্ত্রীকে অবহিত করতে গিয়ে সচিব স্বল্পোন্নত দেশ থেকে স্নাতকোত্তর চ্যালেঞ্জ মোকাবিলায় দেশটির অব্যাহত সমর্থন চান।
বিজ্ঞাপন
এ সময় মাসুদ বিন মোমেন থাই উপ-প্রধানমন্ত্রীকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য মিয়ানমারের প্রতি তাদের বন্ধুত্ব ও প্রভাব কাজে লাগানোর জন্য অনুরোধ করেন। এক্ষেত্রে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সচিব দুই দেশের মধ্যে আরও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের পরামর্শ দেন, বিশেষ করে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে। সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষে থাই উপ-প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।
এনআই/জেডএস