গ্রন্থাগারিক পদে আগের নিয়মে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে আগের নিয়মে নিয়োগের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনে দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ। শান্তিপূর্ণ গণঅবস্থান কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
বিজ্ঞাপন
সংগঠনের সভাপতি খান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফজলুল হক, সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব ওলিউর রহমান ও সালাম খান রিপন।
চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি খান সাইফুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আসা চাকরিপ্রত্যাশী বারবার চেষ্টার পরেও সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সঠিক জবাব না পেয়ে আজ সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কিন্তু এর পরেও যদি আমাদের যৌক্তিক অধিকার ফিরে না পাই তাহলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করতেও আমরা প্রস্তুত।
বিজ্ঞাপন
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- মাজহারুল ইসলাম, মাওলানা মুজিবুর রহমান কাদরি, আবু ইউসুফ আনসারী, নজরুল ইসলাম, মো. হাসান, অপূর্ব অপু, অচিন্ত সরকার, মো. বেলাল হোসেন, আবু তাহেরসহ প্রমুখ।
এমএইচএন/ওএফ