বাংলাদেশ থেকে প্রকাশিত হলো প্রথম সফট স্কিল বিষয়ক বই ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে জয়ী হতে সফট স্কিলস। মো. মাসুদের লেখা বইটি প্রকাশ করেছে সমগ্র প্রকাশন। বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে সফলতার জন্য সফট স্কিলের ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে।  
 
বইটিতে থাকছে চাকরির জন্য সিভি বা ইন্টারভিউয়ের নিজের সফট স্কিল উপস্থানের মাধম্যে নিজেকে আরও বেশি গ্রহণযোগ্য করার পদ্ধতি, চাকরি-ব্যবসা ও উদ্যোগে উন্নতি করার জন্য সফট স্কিলের ব্যবহার, লক্ষ্য নির্ধারণ ও অর্জনের বিভিন্ন পদ্ধতি এবং সফট স্কিল ও হার্ড স্কিলের পার্থক্য।

এছাড়াও বইটিতে আছে যোগাযোগ দক্ষতা ও নেটওয়ার্কিং, লিডারশিপ স্কিল, দলগত কাজ, সৃজনশীলতা, মতবিরোধ ব্যবস্থাপনা ও মতবিরোধ নিষ্পত্তির ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা, চাপের মধ্যে কাজ করার ক্ষমতা, সময় ব্যবস্থাপনা, অভিযোজন ক্ষমতা ও ইতিবাচক মনোভাবের মতো গুরুত্বপূর্ণ সফট স্কিল সম্পর্কে বিস্তারিত বর্ণনা। এই প্রতিটি বিষয়ে একজন পাঠকের দক্ষতার মাত্রা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য রয়েছে প্রাসঙ্গিক প্রশ্নোত্তর পর্ব। রয়েছে প্রতিটি স্কিলে নিজেকে আরও সমৃদ্ধ করার নানা পরামর্শ।    

বইটির ভার্চ্যুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রিদওয়ানুল হক, সমগ্র প্রকাশনের প্রকাশক শওকত আলী, বইটির লেখক মো. মাসুদ ও সঞ্চালক প্রজ্ঞা হালদার।

উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ আলমগীর বলেন হার্ড স্কিলগুলো মানুষ তাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শেখার সুযোগ পেলেও অতি গুরুত্বপূর্ণ সফট স্কিল সম্পর্কে জানার খুব একটা সুযোগ সেখানে হয় না। কিন্তু বর্তমান সময়ে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে সফট স্কিলের কোনো বিকল্প নেই। শুধু কর্মক্ষেত্রেই নয়, ব্যক্তি ও পারিবারিক জীবনকে সুন্দর করতেও সফট স্কিলের প্রয়োজন আছে। আর চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলা করে কর্মক্ষেত্র টিকে থাকতে হলেও সফট স্কিলের কোনো বিকল্প নেই।  

রিদওয়ানুল হক সফট স্কিলকে লাইফ স্কিল হিসেবে আখ্যায়িত করে জীবনকে স্বয়ংসম্পূর্ণ করতে ও সম্মানের সাথে বেঁচে থাকতে সফট স্কিলের উল্লেখযোগ্য ভূমিকার কথা বলেন। তিনি বলেন, এই স্কিলগুলো শুধু পেশাদারী জীবনে সফল হতেই নয়, ব্যক্তি ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বর্তমান তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি ও অগ্রগতিতে বইটি ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

শওকত আলী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে লেখা কোনো সফট স্কিলের বই আগে ছিল না। এই বইটি সেই শূন্যস্থান পূরণ করল। 

মো. মাসুদ প্রথমেই বইটির সাথে সংশ্লিষ্ট সকলকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে তিনি বইটি লেখার অভিজ্ঞতা ও বইটির বিভিন্ন উল্লেখযোগ্য অংশ নিয়ে কথা বলেন। 

বইটিতে সৈয়দ আলমগীর ও রিদওয়ানুল হকের মন্তব্য সংযুক্ত করা হয়েছে।

বইটি পাওয়া যাচ্ছে প্রথমা ডট কম, রকমারি ডট কম, স্কিলএইড বাংলাদেশসহ আরও বিভিন্ন জায়গায়। বইটি অমর একুশে বইমেলা ২০২২ এর সমগ্র প্রকাশনের স্টলেও পাওয়া যাচ্ছে (স্টল নং ৪৪৭/৫-৬)।   

এনএফ