মগবাজার ব্রিজে প্রাইভেটকারে আগুন/ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলের মগবাজার ব্রিজে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৭টায় আমরা হাতিরঝিলে একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের দুটি ইউনিট সেখানে যায় এবং সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনে প্রাইভেটকারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর আমরা পাইনি। ধারণা করা হচ্ছে গাড়ির ইঞ্জিনে ত্রুটি থাকার কারণে আগুন লেগেছে।

এমএসি/আইএসএইচ