সোহরাব হোসেন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সোহরাব হোসেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শরিফা খান পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।

আর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নিয়োগ পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম।

এসএইচআর/এমএইচএস