শনিবার মেলায় নতুন বই এসেছে ১২৯টি
অমর একুশে বইমেলার ১৯তম দিন শনিবার নতুন বই এসেছে ১২৯টি। এ বছর এখন পর্যন্ত সর্বমোট নতুন বই এসেছে ২১৬৬টি।
বাংলা একাডেমির জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানা যায়। নতুন বইগুলোর মধ্যে গল্পের বই রয়েছে ১৪টি, উপন্যাস ২৩টি, প্রবন্ধ ৩টি, কবিতা ৪২টি, গবেষণাগ্রন্থ ৫টি, ছড়ার বই ৬টি, ইতিহাসের ৪টি, অনুবাদ ৩টি, ধর্মীয় ৩টি, রম্য ২টি, ভ্রমণের বই ২টি, সায়েন্স ফিকশন ২টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ২টি, মুক্তিযুদ্ধের বই ১টি এবং অন্যান্য ১৬টি।
বিজ্ঞাপন
এ দিকে অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কথাশিল্পী, কবি ও প্রকৌশলী মোহাম্মদ শামছুজ্জামানের ‘বুয়েট স্মৃতিকথা’। বইটি প্রকাশ হয়েছে শ্রাবণ প্রকাশনী থেকে। ইতোমধ্যে বইটির প্রতি পাঠকরা বেশ আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন প্রকাশনা সংশ্লিষ্টরা। বইমেলার ৪৬৮ থেকে ৪৭০ নম্বরের শ্রাবণ প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : কাজী মনজুরে মওলা ও হাবীবুল্লাহ সিরাজী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনায় অংশগ্রহণ করেন মানিক মোহাম্মদ রাজ্জাক, আসাদ মান্নান এবং সাহেদ মন্তাজ। সভাপতিত্ব করেন সুব্রত বড়ুয়া।
বিজ্ঞাপন
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন বিমল গুহ এবং শাহেদ কায়েস। আজকের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি ঝর্না রহমান এবং ইমরুল ইউসুফ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল ‘কাশফুল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন সাইদুর রহমান বয়াতী, আমিরুল ইসলাম, সঞ্জয় কুমার দাস, নাজমুল করিম মানিক, রাকিবুল ইসলাম রাকিব এবং শারমিন সুলতানা, শিমু দে।
আগামীকাল অমর একুশে বইমেলার ২০তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি : নীলিমা ইব্রাহিম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন নিশাত জাহান রানা। আলোচনায় অংশগ্রহণ করবেন আজিজুর রহমান আজিজ এবং আহমেদ মাওলা। সভাপতিত্ব করবেন মনিরুজ্জামান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এইচআর/আইএসএইচ