রাজধানীর পল্লবী থানা এলাকায় ছাদ থেকে পড়ে আশরাফ হোসেন(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ মার্চ) রাত সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান শিশুটি আগেই মারা গেছে।

নিহত আশরাফের বাবা ইকবাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, শনিবার (৫ মার্চ) বিকেলে আমার ছেলে ছাদে খেলতে যায়। অসাবধানতাবশত একতলার ছাদ থেকে পাশের টিনের ঘরের উপরে পড়ে। তখন তাকে চিকিৎসকের কাছে নেইনি। তেমন কোনো সমস্যাও তখন দেখা যায়নি। আজ (রোববার) সন্ধ্যায় সে অসুস্থ হয়ে পড়লে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার একটি সিটিস্ক্যান করাই। এরপরে আমার ছেলের কথা বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে। এখানে  আনার পর চিকিৎসক জানান আমার ছেলে আর নেই।

তিনি আরো বলেন, মিরপুর-১২ পল্লবী থানার ই-ব্লকের ৮/৯০ নম্বর বাসায় থাকি। আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আমার দুই ছেলের মধ্যে আশরাফ ছোট।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মিরপুর থেকে আহত অবস্থায় একটি শিশুকে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানাকে জানিয়েছি।

এসএএ/এইচকে