প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রথমে বন্ধুত্ব। সেই সম্পর্ক পরে রূপ নেয় প্রেমে। এরপর কথা বলার সময় কৌশলে অশ্লীল-আপত্তিকর ছবি, অডিও ও ভিডিও রেকর্ড। তারপরই শুরু হয় সংগৃহীত আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি।

সম্প্রতি ঢাকার হাজারীবাগের এক তরুণীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রেমিকের নাম মো. মেহমুদ হাসান রিয়াদ।

ভুক্তভোগী তরুণী জানান, রিয়াদ নিজেকে ঢাবির শিক্ষার্থী পরিচয় দিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়ায়। প্রেমের একপর্যায়ে তাদের ঘনিষ্ঠতা হয় ও কিছু ব্যক্তিগত ছবি আদান-প্রদান হয়। কয়েকদিন পরই রিয়াদ ছবিগুলো মেয়েটির পরিবারের লোকজনকে পাঠিয়ে ও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং টাকা দাবি করে। টাকা না দিলে ছবি-ভিডিও এবং কিছু ব্যক্তিগত কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

একপর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত তরুণী বিষয়টি পরিবারকে জানালে তারা ধানমন্ডি থানায় একটি মামলা করেন। এরপর রোববার (৬ মার্চ) ব্ল্যাকমেইলার রিয়াদকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

ডিএমপির অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল হক জানান, নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে রিয়াদ। তারপর কৌশলে আপত্তিকর অশ্লীল ছবি, অডিও ও ভিডিও কথা বলার সময় রেকর্ড করে রাখে। তারপর বিভিন্ন অজুহাতে সংগৃহীত ছবি, অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা দাবি করে। প্রতারণার শিকার ভিকটিমের অভিযোগে গত ২ মার্চ ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ধানমন্ডি মডেল থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এ ধরনের ব্ল্যাকমেইল এড়াতে ভার্চুয়াল জগতে কাউকে না জেনে-শুনে তার সঙ্গে সম্পর্ক তৈরি না করাই উত্তম। এছাড়া আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথা না বলা, অডিও কলে আপত্তিকর কথা বার্তা না বলা, ব্যক্তিগত কোনো তথ্য, ছবি, ভিডিও ইত্যাদি কোনোভাবেই কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন এডিসি নাজমুল হক।

কাউকে দেখানো যাবে না এমন কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ না করারও পরামর্শ দেন তিনি।

এআর/এসএসএইচ