সিএমএইচে সেই রাবেয়ার সফল অস্ত্রোপচার
ছবি : আইএসপিআর
পাবনার চাটমোহরের রফিকুল ইসলাম ও তাসলিমা বেগম দম্পতির ঘরে জন্ম নেওয়া মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া ও রোকেয়া এখন পৃথকভাবে জীবনযাপন করছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে তারা ২০১৭ সাল থেকেই সরকারি সহায়তা পেয়ে আসছে। বাংলাদেশ ও হাঙ্গেরিতে সফল সার্জারির পর থেকে তারা পৃথকভাবে জীবনযাপন করতে থাকে।
বিজ্ঞাপন
তবে গত দুই সপ্তাহ ধরে রাবেয়ার মাথার বাম পাশের চামড়ায় ক্ষত দেখা দেয় । পরে ক্ষত বৃদ্ধি পেয়ে চামড়ার নিচে লাগানো কৃত্রিম মাথার খুলি দৃশ্যমান হয়। এ জটিলতা সমাধানে বিভিন্ন সময় বাংলাদেশ ও হাঙ্গেরির চিকিৎসকদের সমন্বয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) কয়েকটি মেডিকেল বোর্ড গঠিত হয়।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৭ মার্চ সিএমএইচে রাবেয়ার ক্র্যানিওপ্লাস্টি সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। এ অপারেশনে হাঙ্গেরীয় চিকিৎসক গ্রেগ পাটাকি ও কার্তিক ক্রিশনান এবং বাংলাদেশের সামরিক ও বেসামরিক চিকিৎসকরা অংশ নেন। বর্তমানে রাবেয়া সুস্থ আছে।
বিজ্ঞাপন
আরএইচ