জব্দ করা গাঁজা

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও খিলগাঁও এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া উইং জানায়, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতাররা হলেন- হেমন্ত দাস ও মো. রাকিব ব্যাপারী। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি পিকআপও জব্দ করা হয়।

সোমবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার দক্ষিণ বেগুনবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। এ বিষয়ে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা রুজু হয়েছে।

অন্যদিকে রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতাররা হলেন মো. দুলাল হোসেন, মো. মনির হোসেন, মো. বকতিয়ার হোসেন, মো. ইমন হোসেন ও মো. আব্দুল আল মামুন। সোমবার রাতে খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে খিলগাঁও জোনাল টিম। এ বিষয়ে গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে।

এমএসি/এমএইচএস