ব্যয় ছাড়া আরও এক বছর বাস্তবায়ন মেয়াদ বাড়ছে ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন’ প্রকল্পের। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের স্কাইসোয়াম অনুবিভাগের উপ-প্রধান তাহমিনা জাকারিয়া গত ৩ মার্চ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানান।

পরিকল্পনা কমিশন থেকে চিঠিটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, গণগ্রন্থাগার অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন’ প্রকল্পটির মেয়াদ জানুয়ারি ২০১৮ থেকে ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত রয়েছে।

তবে করোনার কারণে প্রকল্পটি বাস্তবায়নে ব্যাঘাত ঘটে। যার ফলে প্রকল্পটির কাজ সফলভাবে শেষ করতে আরও এক বছর সময় দরকার।

উপ-প্রধান তাহমিনা জাকারিয়া জানান, বর্তমানে প্রকল্পটির মেয়াদকাল ডিসেম্বর ২০২২ অর্থাৎ এক বছর বৃদ্ধির জন্য অনুরোধ করা হয়েছে। উদ্যোগী মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি ছাড়া বাস্তবায়ন মেয়াদকাল এক বছর বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এসআর/এমএইচএস