৫১০ লিটার সয়াবিন তেল লুকিয়ে রাখায় গ্রেপ্তার ১
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় একটি গুদাম থেকে ৫১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে তেজগাঁও পুলিশ। শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অবৈধভাবে মজুদকরা এ সয়াবিন তেলগুলো উদ্ধার করা হয়।
তেজগাঁও থানা পুলিশ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সয়াবিন তেল মজুদের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে শনিবার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার।
এ দিকে তেল মজুদের ঘটনায় ঢাকা, মানিকগঞ্জ, বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
এআর/আইএসএইচ