প্রতীকী ছবি।

রাজধানী সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ হিন্দুপাড়া এলাকায় অনন্যা রাণী রায় (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১৩ মার্চ) গভীর রাতে এই ঘটনা ঘটে। পর তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ (সোমবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নিহত কিশোরীর বাবা অমল চন্দ্র বর্মন ঢাকা পোস্টকে জানান, আমার মেয়ের সঙ্গে কল্লোল সরকার নামে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিষয়টি আমরা কিছুই জানতাম না। রোববার রাতে মোবাইলে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, আমরা পূর্ব রাজারবাগ হিন্দুপাড়া এলাকার ১৮ নম্বর বাসায় থাকি। আমাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ গ্রামে। আমার দুই মেয়ের মধ্যে অনন্যা ছিল ছোট।

সবুজবাগ থানার উপপরিদর্শক মোছা. আজমিন নাহার কিরণ ঢাকা পোস্টকে বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। প্রেমিক কল্লোলের মোবাইল জব্দ করা হয়েছে। তদন্ত চলছে।  

এসএএ/এইচকে