বাংলাদেশি ৩ সংস্থাকে আর্থিক সহায়তা দিল জাপান
গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টসের (জিজিএইচএসপি) আওতায় বাংলাদেশি তিনটি বেসরকারি সংস্থাকে জাপান সরকার ১ দশমিক ৭ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে। সোমবার ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, জাপান দূতাবাসে তিনটি সংস্থা ও রাষ্ট্রদূত ইতো নাওকি গ্র্যাস-রুটস্ হিউম্যান সিকিউরিটি প্রজেক্টের অধীনে অনুদান চুক্তি সই করে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রেন্ডশিপের আওতাধীন কক্সবাজার জেলার উখিয়ায় ইমারজেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিসেস প্রকল্পের জন্য ৭৩ হাজার ৪৩৭ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।
বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) কক্সবাজারে হেলথ ও প্যাথলজি সেন্টার নির্মাণ প্রকল্পে ৭৫ হাজার ২১১ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া, ফরিদপুর জেলায় চক্ষুরোগ বিশেষায়িত চিকিৎসা যন্ত্রপাতি স্থাপনা প্রকল্পে হাই লাইট আই হসপিটাল ৭৬ হাজার ২৪৩ মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য জিজিএইচএসপির মাধ্যমে ২০৪টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে।
ইতোমধ্যে এই স্কিমের আওতায় বাংলাদেশ কর্মরত বিভিন্ন এনজিওকে সর্বমোট প্রায় ১৫ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এনআই/আরএইচ