বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল জাঁকজমকপূর্ণ একটি সভা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।  

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো খারকভ স্টেট ইউনিভার্সিটি ও মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রিপ্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রুশ বিনিয়োগ তুলনামূলকভাবে বাড়েনি। রুশ পক্ষ উদ্যোগ নিলে তা আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী ওডেসা ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি থেকে মেডিকেল ফ্যাকাল্টিতে ডিগ্রি নিয়ে রাশিয়ায় তার অধ্যয়নকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, উন্নত রাশিয়ান শিক্ষা তার কর্মজীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

মস্কো থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়া ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, তাকসিম এ. খান বলেন, সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের উন্নতির জন্য আমাদের বৃত্তি দিয়েছে, যার শিক্ষায় আমরা দক্ষ ইঞ্জিনিয়ার এবং ডাক্তারসহ অন্যান্য ক্ষেত্রে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি। সেজন্য আমরা সবাই রাশিয়ান সরকারের কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বাংলাদেশে রুশ দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর একেতেরিনা সেমেনোভা, ঢাকা রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রোখোতোভ এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এনএফ