আশুলিয়ায় বিস্ফোরক দ্রব্য মজুত, দু’জন আটক
আশুলিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জাতীয় অবৈধ আতশবাজি ও পটকাসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
যাদের আটক করা হয়েছে তারা হলেন- মো. কবির হোসেন (৫২) ও মো. তানভীর হোসেন (২০)।
বিজ্ঞাপন
বুধবার দুপুরে র্যাব-৪-এর সহকারি পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দেশে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে এবং পবিত্র শবে বরাত উপলক্ষে কতিপয় ব্যক্তি আশুলিয়া থানাধীন হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা মজুত করেছে।
ওই সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ রাত থেকে বুধবার সকাল পর্যন্ত র্যাব-৪ এর একটি দল ওই দোকানে এবং পরবর্তীতে কবিরের বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে ৩২ রকমের বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এসময় আতশবাজি বিক্রির নগদ ৬০ হাজার টাকাও জব্দ করা হয়।
বিজ্ঞাপন
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেইউ/এনএফ