বাড্ডায় ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর বাড্ডা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন, মো. আরবিন হোসেন ওরফে ফরহাদ ও ইমরান হাসান ওরফে সামি।
শনিবার (১৯ মার্চ) রাতে বাড্ডা থানার আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
বিজ্ঞাপন
গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, কতিপয় মাদক কারবারি বাড্ডা থানার আফতাবনগরের ভূইয়া বাড়ী মোড়ের বি, লাল জেন্টস হেয়ার কাট অ্যান্ড ড্রেসার সেলুনের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০ হাজার পিস ইয়াবাসহ আরবিন ও ইমরানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তারা বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার।
বিজ্ঞাপন
জেইউ/আরএইচ