চা পানে বের হয়ে ট্রাকচাপায় মৃত্যু
রাজধানীর বাড্ডা এলাকায় বালুভর্তি ট্রাকের চাপায় মো. তারা মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঢাকা পোস্টকে বলেন, তারা মিয়া একজন পঙ্গু মানুষ। ভোরে বাসার সামনের চায়ের দোকানে চা পান করতে যাচ্ছিলেন তিনি। এ সময় বালুভর্তি ট্রাক তাকে চাপা দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, আমরা ঘাতক গাড়িটিকে শনাক্ত করতে পারিনি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।
এসএএ/আরএইচ
বিজ্ঞাপন