লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়কের ঘোলতলী বেইলি সেতুতে প্রতিস্থাপন কাজ চলায় যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। 

মুন্সীগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাসিম রেজা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ রাতে অতিরিক্ত কাঠবোঝাই একটি ট্রাক লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়কের ঘোলতলী বেইলি সেতু দিয়ে যাওয়ার সময় সেতুটি দ্বিতীয় স্প্যানসহ বিধ্বস্ত হয়ে খালে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত সেতুটির স্থলে নতুনভাবে বেইলি সেতু প্রতিস্থাপন কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এ সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে পার্শ্ববর্তী বিকল্প সড়ক পথে চলাচলের জন্য অনুরোধ করা যাচ্ছে।

এ ক্ষেত্রে মাওয়াগামী হালকা যানবাহনগুলোকে জোড়পুল-আপড়-ঘোলতলী অথবা মুন্সীগঞ্জ (হাতিমারা)-কুন্ডেরবাজার-শ্রীনগর (ছনবাড়ী) সড়ক পথে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া ভারী যানবাহনগুলোকে মুন্সীগঞ্জ-ফতুল্লা-পোস্তগোলা সড়ক পথে চলাচল করতে বলা হয়েছে। 

এদিকে এ প্রতিস্থাপন কাজ যথাসম্ভব স্বল্প সময়ে শেষ করতে চেষ্টা করছে সড়ক বিভাগ, মুন্সীগঞ্জ। একইসঙ্গে এ কাজ চলাকালে মানুষের চলাচলে অসুবিধার জন্য দুঃখও প্রকাশ করেছে তারা।  

পিএসডি/এনএফ