কচুয়া-বেতাগী-পটুয়াখালী-লোয়ালিয়া-কালাইয়া সড়কে পায়রা নদীর ওপর সেতু নির্মাণে বাংলাদেশ-কোরিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

রাজধানীর সেতু ভবনে আজ মঙ্গলবার কোরিয়ান সামহোয়ান করপোরেশন এবং বাংলাদেশের মীর আখতার জয়েন্ট ভেনচারের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০২৫ সালের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

ওবায়দুল কাদের বলেন, পটুয়াখালীর চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস পায়রা নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠির মাধ্যমে আবেদন করে এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। 

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, বাঙালির আস্থার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শিশুটির আবেদনে সাড়া দেওয়া, এটি বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রায় সতেরশ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা।  সূত্র : বাসস। 

এনএফ