হোটেল-রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
সকল বকেয়া মজুরি পরিশোধসহ ৬ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন।
আজ বুধবার দুপুর ১২টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি শুরু হয়।
বিজ্ঞাপন
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আক্তারুজ্জামান খান। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের চলমান ঊর্ধ্বমুখী বাজার আরও চড়া হওয়ার আশঙ্কা যেখানে বিদ্যমান এবং দেশের সমস্ত শ্রমজীবী ও মেহনতি মানুষ যেখানে কষ্টে দিন পার করছে, সেখানে রমজান মাসকে কেন্দ্র করে হোটেল শ্রমিকদের ব্যাপক চাকরিচ্যুতির আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
তারা বলেন, এমনিতেই সারা বছর চাকরির অনিশ্চয়তা, সময় মতো বেতন না পাওয়া, অতিরিক্ত কর্ম ঘণ্টা, আইন অনুযায়ী পাওনা পরিশোধ না করে চাকুরিচ্যুত করা, শারীরিক ও মানসিক নির্যাতন ইত্যাদি নানান রকম সমস্যা-সংকট নিয়ে হোটেল শ্রমিকদের জীবন-জীবিকা চালাতে হয়। তার ওপর রমজান মাস আসলে আরেক দফা ছাঁটাই নির্যাতনের খগ্ড় নেমে আসে শ্রমিকদের কর্মজীবনে।
সংগঠনটির দাবিগুলো হলো- রমযানে ছাঁটাই নির্যাতন বন্ধ করতে হবে, সকল বকেয়া মজুরি পরিশোধ করতে হবে, মজুরি বোর্ড গঠন করে বাঁচার মতো নিম্নতম মূল মজুরি নির্ধারণ করতে হবে, বেকার শ্রমিকদের বেতন-ভাতা দিতে হবে, সর্বাত্মক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এবং সবেতনে ছুটিসহ উৎসব ভাতা প্রদান করতে হবে।
এএজে/এনএফ