রাজধানীর লালবাগ থানার সেকশন বটতলা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওই ভবনের চারতলা থেকে পড়ে সিরাজ মিয়া (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন।

শুক্রবার (২৫ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজ মিয়ার শ্বশুর ইকবাল ঢাকা পোস্টকে বলেন, সে ওই ভবনে রাজমিস্ত্রি হিসেবে কাজ করত। বিকেলে কাজ করার সময় ওই ভবনের চারতলা থেকে নিচে পড়ে যায়। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানিয়েছেন, লালবাগ থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএএ/আরএইচ