ভিডিও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে বঙ্গ-শিখো
শিক্ষা প্রযুক্তি সংস্থা শিখো ও বাংলাদেশের স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠান বঙ্গ সমঝোতা স্বাক্ষর করেছে। বাংলাদেশের অনলাইন শিক্ষার্থীদের ভিডিও অভিজ্ঞতার মান উন্নয়ন ও বিশ্লেষণে সহযোগী হিসেবে কাজ করবে বঙ্গ। বৃহস্পতিবার (২৪ মার্চ) বঙ্গ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ সমঝোতার ফলে অনলাইনে শিক্ষার্থীরা দ্রুতগতির ও উচ্চমানের ভিডিও দেখতে পাবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে ইন্টারনেট ছাড়াও অফলাইনে তা উপভোগ করতে পারবে। স্ট্রিমিং প্লাটফর্ম বঙ্গ ব্যবহারকারীরাও শিখোর শিক্ষামূলক কোর্সগুলোর প্রমোশনাল সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবে।
বিজ্ঞাপন
২০২০ সালের নভেম্বরে যাত্রা শুরু করা শিখো ইতোমধ্যে দেশের ৬৪ জেলার শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে, যার অনলাইন লার্নিং প্লাটফর্মে ৩,৫০,০০০ এর বেশি শিক্ষার্থী নির্ধারিত কোর্স ফির বিনিময়ে প্রতিদিন এক ঘণ্টার বেশি নিজেদের পছন্দের বিষয়গুলো শিখছে। শিখো বাংলাদেশের পাঠ্যসূচি অনুসারে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের একাডেমিক কোর্সের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোর্সও পরিচালনা করছে। সম্প্রতি তারা বহুব্রীহি নামে প্রফেশনালদের একটি অনলাইন লার্নিং প্লাটফর্মও অধিগ্রহণ করে।
বঙ্গ’র সহ প্রতিষ্ঠাতা ও সিইও ফায়াজ তাহের বলেন, বঙ্গ’র লক্ষ্য হলো আজ ও আগামীর সম্ভাবনাময় কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্টের ডিস্ট্রিবিউশন, মনিটাইজেশনের সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি, কন্টেন্ট সুরক্ষা নিশ্চিত করা। শিক্ষা প্রযুক্তি সংস্থা শিখো’র উন্নয়ন যাত্রায় অংশীদার হতে পেরে আমরা গর্বিত। শিক্ষামূলক ভিডিও কন্টেন্ট পরিবেশন ও মান উন্নয়নের পথে প্রযুক্তিগত ব্যাঘাত নিরসনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিনোদনমূলক কন্টেন্ট প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমাদের দীর্ঘকালীন অভিজ্ঞতা রয়েছে। এখন শিক্ষামূলক কন্টেন্টের প্রচার ও প্রসারে অবদান রাখার সুযোগ আমাদের অভিজ্ঞতার মাত্রাকে আরও এগিয়ে নেবে। বঙ্গ ব্যবহারকারীরা শিখো লার্নিং প্লাটফর্মের প্রমোশনাল অফার উপভোগ করার সুযোগ পাবে ভেবে আমি উচ্ছ্বসিত।
শিখো’র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শাহীর চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষামূলক কন্টেন্টগুলোকে আরও বেশি গ্রহণযোগ্য ও সাশ্রয়ী করা যেন যে কেউ সুবিধা পেতে পারে। প্রযুক্তি সহযোগী হিসেবে বঙ্গ’র দক্ষ ও অভিজ্ঞ স্ট্রিমিং পরিষেবাকে কাজে লাগিয়ে আমরা আরও দ্রুত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পোঁছানোর পাশাপাশি দুশ্চিন্তামুক্ত থাকব বলে আমি আশাবাদী। বঙ্গ দীর্ঘদিন ধরে প্রান্তিক এলাকাসহ সমগ্র বাংলাদেশের স্ট্রিমিং সমস্যার সমাধান করে চলেছে। প্রযুক্তি অংশীদার হিসেবে তাদের পাশে পেয়ে আমরা আরও ভালোভাবে আমাদের প্রযুক্তি মূল লক্ষ্যে মনোযোগ দিতে পারব ও আরও উচ্চমান সম্পন্ন শিক্ষামূলক কন্টেন্ট নির্মাণ করতে পারব।
এনআই/এসএসএইচ