চট্টগ্রামের হাটহাজারীর বুড়িশ্চর ইউনিয়নের ফৌজদার আলী ফকিরের হাট এলাকায় জান্নাতুল ফেরদৌস (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জান্নাতুলের স্বামী মোহাম্মদ শফিকে গ্রেপ্তার করা হয়েছে। 

হাটহাজারী মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে স্থানীয় মানুষজন থেকে সংবাদ পাই যে এক প্রবাসীর ঘরে স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ততক্ষণে ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সন্দেহভাজন হিসেবে তার স্বামী শফিকে আটক করে থানায় নিয়ে আসি। একপর্যায়ে স্বামী পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

তিনি বলেন, হত্যকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ‘শুক্রবার দিনগত রাতে জান্নাতুল ফেরদৌস নামে এক নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর পেট, হাতসহ নানা স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। 

কেএম/এসএম