ব্রুনাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করেছে ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন।
শনিবার (২৬ মার্চ) হাইকমিশন প্রাঙ্গণে হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
বিজ্ঞাপন
পরে চ্যান্সারি ভবনের ভেতরে বাংলাদেশ কমিউনিটির সদস্য ও আমন্ত্রিত ব্রুনাইয়ের স্থানীয় অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ হাইকমিশনার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন হাইকমিশনার। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান বাংলাদেশের হাইকমিশনার ও অন্যান্য কর্মকর্তারা।
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও সেই সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনার উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র আগত অতিথিদের জন্য প্রদর্শন করা হয়।
বঙ্গবন্ধুকে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে অভিহিত করে হাইকমিশনার তার বক্তব্যে মহান স্বাধীনতা ও বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে জাতির পিতার আদর্শে উদ্দীপিত হয়ে তারই স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এনআই/জেডএস