চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাঁশবাড়িয়া এলাকায় এম এম জুট মিলের পাশের একটি কলোনি থেকে আমেনা খাতুন (২৩) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে পারিবারিক কলহের জেরে আমেনাকে শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী। 

শনিবার সকালে আমেনার মরদেহ উদ্ধার করা হয়। তার পর থেকে পলাতক তার স্বামী রাসেল। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক ( তদন্ত) সুমন বনিক ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে । ধারণা করছি স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। ঘটনার পর থেকে স্বামী রাসেল পলাতক। মরদেহের গলায় ও মুখে দাগ রয়েছে। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি রাসেলকে ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। 

এলাকাবাসী  ও পুলিশ সূত্রে জানা গেছে, আমেনা খাতুন সন্দ্বীপ উপজেলার সন্দ্বীপের মগধরা এলাকার জামাল উদ্দিনের মেয়ে। তার স্বামী রাসেল জামালপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। চার বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের সংসারে দুই বছরের একটি ছেলে রয়েছে। ১৫-২০ দিন আগে বাঁশবাড়িয়ার এই বাসাটিতে উঠেছিলেন তারা। 

কেএম/এনএফ