পল্টনে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর পল্টনে রাজউক ভবনের সামনে ট্রাকের ধাক্কায় সোহাগ (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি মুরগির ব্যবসা করতেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সোহাগকে উদ্ধার করে নিয়ে আসা ভ্যানচালক আব্দুর রহিম ঢাকা পোস্টকে বলেন, রাত আড়াইটার দিকে আমরা মুরগি নিয়ে খিলগাঁও এলাকায় যাচ্ছিলাম। আমি ভ্যান চালাচ্ছিলাম আর তিনি ভ্যানের উপরে বসেছিলেন। হঠাৎ পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি (সোহাগ) রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, সোহাগের বাসা খিলগাঁও থানার তিলপাড়া এলাকায়। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা এলাকায়।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, রাতে সোহাগ নামে এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
এসএএ/জেডএস