চট্টগ্রাম নগরীর মৌলভী পুকুর পাড় এলাকার শাহী চাটগাঁ হোটেল থেকে জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম বিভাগ। গ্রেপ্তারের নাম জাকির (৪০)। এ সময় তার কাছ থেকে এক লাখ ৫১ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ মার্চ) সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমেদ পেয়ার ঢাকা পোস্টকে বলেন, গোপন সূত্রে জানতে পারি শাহী চাটগাঁ হোটেলে জাল নোট বিক্রির জন্য কতিপয় লোক অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামি জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে এক লাখ ৫১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এগুলো ১০০০ ও ৫০০ টাকার নোট।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, জাল নোটগুলো ঢাকার সাগর (৪৫) নামে একজনের কাছ থেকে বিক্রয়ের উদ্দেশে আনা হয়েছিল। এই কাজের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।

কেএম/এমএইচএস