অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (৩০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেন।

এর আগে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন শাখাওয়াত হোসেন। চলতি বছরের ২৪ জানুয়ারি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান তিনি।

অন্যদিকে, গত বছরের ২৬ জুলাই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ পান মোয়াজ্জেম হোসেন। এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

এসএইচআর/আরএইচ