রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের জেরে ওই এলাকায় যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ। সর্বশেষ রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

সরেজমিনে দেখা গেছে, রাত ১০টায় শিক্ষার্থীদের দুই গ্রুপ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। এছাড়াও পুলিশ সদস্যরা ঢাকা কলেজের বিপরীতে নুরজাহান টাওয়ারের সামনে অবস্থান করছেন। তবে বিস্ফোরণ ও ইট-পাটকেল ছোড়ার কারণে সড়কে যানচলাচল বন্ধ রেখেছে পুলিশ। বর্তমানে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত যানচলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসায় ফেরা মানুষজন। যান চলাচল বন্ধ থাকায় অনেকেই বাধ্য হেঁটে বাসায় ফিরছেন।

রামিন তালুকদার নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি ৯টার দিক দিয়ে এই সড়ক দিয়ে যাচ্ছিলাম। পুলিশের বাধা সত্ত্বেও সড়কটি দিয়ে কলাবাগান যাচ্ছিলাম। পথে শিক্ষার্থীরা আমার মোটরসাইকেলের পেছন থেকে হেলমেট নিয়ে চলে যায়। প্রচুর ইট ছুড়াছুড়ি হচ্ছে। কয়েকজনের হাতে লাঠি দেখলাম। আমি কোনো মতে বেরিয়ে এসেছি।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনের সড়কে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। 

আরএইচটি/এআর/এসকেডি