অর্থনৈতিক অগ্রগতির জন্য সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে
চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (৩০ মার্চ) রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি অডিটরিয়ামে হাসু মনির পাঠশালা আয়োজিত বঙ্গবন্ধু উৎসবের উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না, আর শেখ হাসিনার জন্ম না হলে সমৃদ্ধ বাংলাদেশ হত না। বঙ্গবন্ধুর মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ভৌগলিক স্বাধীনতা ও জনগণের অর্থনৈতিক মুক্তি। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দ্বিতীয় লক্ষ্য অর্থনৈতিক মুক্তির পথ সুগম করেছেন। আমরা যে যেখানে যে অবস্থানে আছি, আমাদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কার্যক্রমগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।
সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য কর্মীসহ বংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংঠনের নেতা ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
চিফ হুইপ বলেন, আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধুর ১শ উক্তির উপর অনুষ্ঠান তৈরি করেছি। যা নিয়মিত সংসদ টেলিভিশন ও ইউটিউবে প্রচার হচ্ছে। বঙ্গবন্ধু যেমন আমাদের আদর্শ, তেমনি তার উক্তিগুলোও আমাদের জন্য আদর্শ। এই আদর্শ আমাদের ধারণ ও লালন করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। ‘হাসুমনির পাঠশালা’ এখান থেকেই আমাদেরকে আগামী প্রজন্মের জন্য শেখ হাসিনার কর্মকাণ্ড ও আদর্শকে তুলে ধরতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতো এবং শেখ হাসিনা যদি সরকারে না থাকতেন, তাহলে এত অল্প সময়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে ঘুরে দাঁড়াতে পারত না।
সূত্র : বাসস
জেডএস