বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্ধোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সদ্যস্বাধীন বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে যে বিরূপ মন্তব্য করেছিলেন তা পুরোপুরি ভ্রান্ত প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

তিনি বলেন, ‘বিশ্বকে বলতে চাই, বাংলাদেশ একটি সম্ভবনাময় দেশ। এখানে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।’

শনিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্ধোধন শেষে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের মাধ্যমে বাংলাদেশের অভাবনীয় সাফল্যগুলো বিশ্বকে জানাতে চাই।’ এ সময় তিনি বর্হিবিশ্বে দেশের ব্র্যান্ডিং করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। 

বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বঙ্গবন্ধু গ্যালারি ও লাইব্রেরি বানিয়েছি আমরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্ণার তৈরি করেছি। আমাদের ৭৮টি মিশনের মধ্যে ৬৮টি মিশনে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করেছি। শুধু কর্ণার স্থাপন করেই থেমে নেই, মিশনগুলোতে বিভিন্ন কর্মকাণ্ড চলছে। আমরা বঙ্গবন্ধুর নামে পোর্ট লুইসে রাস্তাও করেছি।’

মোমেন বলেন, ‘সরকারের রোডম্যাপ হচ্ছে ২০৪১ মালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে। যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থানের অবশ্যই নিশ্চয়তা থাকবে। আমরা সেই পথেই হাঁটছি। আমাদের তরুণ প্রজন্ম এগিয়ে এলে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

প্রসঙ্গত, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ১৯৭২ সালে বাংলাদেশ সফরে এসে বলেছিলেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। সেই থেকে বাংলাদেশের নামের সঙ্গে এই তকমা জুড়ে যায়। তবে এই ধারণা থেকে বাংলাদেশ অনেক আগেই বেরিয়ে এসেছে। ইতোমধ্যে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হতে বাংলাদেশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক মানের তিনটি শর্ত পূরণ করেছে। ২০২৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে। এ নিয়ে অবশ্য বাংলাদেশ এখন মনিটরিংয়ে রয়েছে।

এনআই/এইচকে