স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো.আব্দুল মান্নান

করোনাভাইরাস প্রতিরোধে টিকা প্রয়োগের ক্ষেত্রে প্রবীণদের জন্য সরকার অন-স্পট রেজিস্ট্রেশন ব্যবস্থা রাখতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো.আব্দুল মান্নান। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যসচিব বলেন, প্রবীণদের অন-স্পট রেজিস্ট্রেশনের সুবিধা দেওয়ার বিষয়টি আমাদের বিবেচনাধীন। তিনি বলেন, ৩৫ লাখ টিকা দেওয়ার পর পরিসংখ্যান যাচাই করা হবে। তখন গ্রামের মানুষদের উপস্থিতি কম হলে আগ্রহ বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার বিষয়ে এখনও অফিশিয়ালি কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, টিকাকেন্দ্রে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের জন্য অন-স্পট রেজিস্ট্রেশন সুবিধা দেওয়া হবে না।

টিকাদান কার্যক্রমের পরিবেশ সম্পর্কে আব্দুল মান্নান বলেন, চমৎকার পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কোভিড-১৯ টিকা কার্যক্রম। টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। পরের চালান যথাসময়েই আসবে।

তিনি আরও বলেন, সাড়ে পাঁচ লাখ মানুষকে এরইমধ্যে টিকা দেওয়া হয়েছে। আজকের দিন হিসাব করলে এর পরিমাণ ৬ লাখের বেশি হবে। শুধু পূর্বের অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে টিকাদান কর্মসূচি ভালোভাবে পরিচালনা করা যাচ্ছে বলেও জানান স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

টিআই/এমএইচএস