ইউএস-বাংলা অ্যাসেটস ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি
পুরস্কার বিতরণ অনুষ্ঠান
ইউএস-বাংলা অ্যাসেটস আয়োজিত দু’দলের ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে।
গত ৪ ডিসেম্বর (শুক্রবার) পূর্বাচল আমেরিকান সিটি’র গ্রিন ইউনিভার্সিটির ক্রিকেট গ্রাউন্ডে ‘আমেরিকান ঈগল’ ও ‘বাংলা টাইগার’ দলের মধ্যে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টটি যৌথ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
আমেরিকান ঈগল ও বাংলা টাইগার এর মধ্যে দু’টি টি-২০ ম্যাচের আয়োজন করা হয়। প্রথম ম্যাচে আমেরিকান ঈগল ও দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগার জয় পাওয়ায় উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। যৌথ চ্যাম্পিয়ন হওয়ায় উভয় দলকে ৫ লাখ টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হয়।
প্রথম ম্যাচে আমেরিকান ঈগল এর ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইউএস-বাংলা অ্যাসেটস এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস্) শেখ সাদী শিশির এবং দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগারের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন ইউএস-বাংলা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুব ঢালী।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন আমেরিকান ঈগল এর শেখ সাদী শিশির। এছাড়া সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন ইউএস-বাংলা অ্যাসেটস এর সিনিয়র এক্সিকিউটিভ তোফায়েল আহমেদ।
ম্যান অব দ্যা ম্যাচ এর জন্য দশ হাজার টাকা এবং ম্যান অব দ্যা সিরিজ এর জন্য বিশ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।
করোনাকালীন সময়ে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে দু’দলের টুর্নামেন্টটি আয়োজন করা হয়।
খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেওয়ার জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স এর উপ-ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা পারভীন।
এছাড়া অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/জেডএস