ট্রানজিট ১০ ঘণ্টার বেশি হলেই ‘ফ্রি হোটেল’ দেবে এমিরেটস
এমিরেটস এয়ারলাইন্স
যাত্রীদের জন্য ‘দুবাই কানেক্ট’ অফার চালু করেছে এমিরেটস। কোনো যাত্রী দুবাইয়ে ট্রানজিট যদি ১০ ঘণ্টার বেশি হয় (২৪ ঘণ্টার কম) তাকে এমিরেটসের পক্ষ থেকে তাদের বিনামূল্যে হোটেলে থাকার সুবিধা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস বাংলাদেশ।
বিজ্ঞাপন
এমিরেটস জানায়, ১ ডিসেম্বর থেকে এমিরেটসের সব শ্রেণির (ইকোনমি/বিজনেস) ভ্রমণকারী যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন। যে সব যাত্রীরা ইতোমধ্যে টিকিট কিনেছেন বা নতুন কিনবেন তারা সবাই ১ ডিসেম্বর থেকে এ সুবিধা পাবেন।
এমিরেটস জানায়, 'দুবাই কানেক্ট' অফারে যাত্রীদের ৪/৫ তারকা হোটেলে থাকা, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার, হোটেলে খাবার, অন অ্যারাইভাল ইউএই ভিসা সুবিধা দেওয়া হচ্ছে। যে সব যাত্রীরা দুবাই কানেক্ট সুবিধা পাওয়া সত্ত্বেও বিমানবন্দর থেকে বাইরে আসতে পারবেন না তাদের এমিরেটস দুবাই কানেক্ট এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা দেওয়া হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, এমিরেটস বর্তমানে দুবাইয়ে ট্রানজিটের মাধ্যমে ইউরোপ, এশিয়া, আমেরিকা, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ৯০টির বেশি শহরে ভ্রমণ সুবিধা দিচ্ছে।
এআর/এসএম