রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে হার্ট অ্যাটাক হয়ে এক ডায়রিয়া আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরের দিকে ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি আইসিডিডিআর,বি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সংকটাপন্ন অবস্থায় ওই রোগীকে আইসিডিডিআর,বিতে আনার পথে হার্ট অ্যাটাক হয়ে তার মৃত্যু হয়।

আইসিডিডিআর,বির মিডিয়া ম্যানেজার তারিফ হাসান ঢাকা পোস্টকে বলেন, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আনা ওই রোগীর হার্ট অ্যাটাক হয়। আমাদের এখানে আনার পর তাকে সিপিআর দেওয়া হয়। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।

তিনি বলেন, গত ১ এপ্রিল থেকে এখন পর্যন্ত (১২ দিনে) মোট ১৪ হাজার ৯৪৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে গত ১ এপ্রিল এক হাজার ২৭৪ জন, ২ এপ্রিল এক হাজার ২৭৪ জন, ৩ এপ্রিল এক হাজার ১৭১ জন, ৪ এপ্রিল এক হাজার ৩৮৩ জন, ৫ এপ্রিল এক হাজার ৩৭৯ জন, ৬ এপ্রিল আরও এক হাজার ৩৭০ জন, ৭ এপ্রিল এক হাজার ৩৮২ জন, ৮ এপ্রিল এক হাজার ৩৭৫ জন, ৯ এপ্রিল এক হাজার ২৯৬ জন, ১০ এপ্রিল এক হাজার ২০৪ জন, ১১ এপ্রিল এক হাজার ১৫৪ জন এবং ১২ এপ্রিল (আজ) দুপুর দুইটা পর্যন্ত ৬৮৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আইসিডিডিআর,বি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ২৭ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী হাসপাতালে আনার পথে মারা গেছেন।

টিআই/আইএসএইচ