হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকায় বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার কর্মসূচির পর ওয়েস্টিন হোটেলে শায়রুল কবির অসুস্থ বোধ করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

জানা গেছে, বর্তমানে শায়রুল কবির গুলশানের সিকদার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছেন।

নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন শায়রুল কবির খান।

এএইচআর/জেডএস