দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ-পালাউ
বাংলাদেশ ও পালাউয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দিতে চায় উভয়পক্ষ।
বুধবার (১৩ এপ্রিল) পালাউয়ের করর শহরে ‘৭ম আওয়ার ওশান কনফারেন্স’ এর সাইডলাইনে দেশটির রাষ্ট্রপতি সুরাঙ্গেল এস হুইপস জুনিয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উভয়পক্ষ সম্পর্ক জোরদারে গুরত্ব দেয়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে ড. মোমেন দুই দেশের মধ্যে নতুন প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক সম্পর্ককে গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি সুরাঙ্গেল দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে একমত প্রকাশ করে তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে কার্যক্রম গ্রহণে নির্দেশনা দেন। তিনি বাংলাদেশ থেকে ওষুধ আমদানি এবং চিকিৎসক বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া তিনি বাংলাদেশের তৈরি পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেন। পালাউয়ের রাষ্ট্রপতি সে দেশের উন্নয়নে সেখানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির অবদানের জন্য সন্তোষ প্রকাশ করেন ও কৃতজ্ঞতা জানান।
বিজ্ঞাপন
বৈঠকে তারা জলবায়ু পরিবর্তন ইস্যু এবং বাংলাদেশ ও পালাউয়ের মতো ঝুঁকিপূর্ণ দেশসমূহের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও আলোচনা করেন।
ড. মোমেন সুনীল অর্থনীতিতে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে পালাউয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতি সুরাঙ্গেলের প্রতি অনুরোধ জানান। এছাড়া অন্যান্য বৈশ্বিক ইস্যুতে বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করার বিষয়ে উভয়েই আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন অর্জন ও কোভিড-১৯ মোকাবিলায় সরকারের সাফল্য সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দুই দেশের মধ্যে পর্যটন, ওষুধ সামগ্রী, তৈরি পোশাকসহ অন্যান্য ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনার কথা তুলে ধরেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির আমন্ত্রণে ড. মোমেন ‘৭ম আওয়ার ওশান কনফারেন্স’ যোগ দিতে বর্তমানে পালাউ সফরে রয়েছেন।
এনআই/ওএফ