রমজানে হঠাৎ করে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা আবেদনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)। বুধবার (১৩ এপ্রিল) ভারতীয় হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, পবিত্র রমজান মাসে ভারতীয় ভিসার বর্ধিত চাহিদার কারণে ভারতীয় হাইকমিশন ভিসা আবেদনকারীদের সুবিধার্থে কাজের সময় বাড়ানো হয়েছে-সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিসা আবেদন জমার সময় এবং ভিসা বিতরণের সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা। আবেদনকারীর সহায়তার জন্য আইভিএসি কেন্দ্রে ডিসপ্লে মনিটর এবং চিহ্ন বৃদ্ধি করা হয়েছে।

আবেদনকারীদের সাহায্য করার জন্য লোকবল বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট কাউন্টারে তাদের সুশৃঙ্খল চলাচলে সাহায্য করা। দ্রুত প্রক্রিয়াকরণ নিশ্চত করতে ভিসা আবেদন কাউন্টারে অতিরিক্ত কর্মী মোতায়েন। ভিসা প্রক্রিয়াকরণ এবং দেওয়া সমন্বয় করতে নিবেদিত ফ্লোর ম্যানেজার। প্রবীণ নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সুবিধা। আইভিএসি কেন্দ্রগুলো অতিরিক্তভাবে ১৭ এপ্রিল রোববার খোলা থাকবে, যা একটি সরকারি ছুটির দিন।

গত কয়েকদিন ধরেই ভারতীয় ভিসা সেন্টারগুলোতে মানুষের উপচেপড়া ভিড়ের ভিডিও ফেসবুকে ঘুরছে। এরইমধ্যে ভিসা সেন্টারগুলো বাড়তি সময় খোলা থাকবে বলে সিদ্ধান্ত জানানো হলো।

করোনা মহামারির কারণে গত ২ বছর ধরে পর্যটন ভিসায় ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।

২০২০ সালের মে মাস থেকে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালুর অনুমতি দেওয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল। এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইটও স্বাভাবিক হয়েছে ভারতে।

আবার বিভিন্ন স্থলবন্দর খুলে দেওয়াতেও ভারত গমনেচ্ছুদের ভিসা প্রাপ্তির জন্য বাড়তি চাপ তৈরি হয়েছে।

এনআই/এসএম