চৈত্র সংক্রান্তি উপলক্ষে লাটিম খেলা ও ঘুড়ি র‍্যালি এবং প্রতীকী ঘুড়ি উড়ানোর আয়োজন করেছে ‘ঢাকাবাসী’ নামে একটি সংগঠন। বুধবার (১৩ এপ্রিল) রাজধানীর হাজারীবাগ পার্কে এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মো. শুকুর সালেক এ তথ্য নিশ্চিত করেন।

মো.শুকুর সালেক বলেন, হাজারীবাগ পার্কে চৈত্র সংক্রান্তি উপলক্ষে লাটিম খেলা, ঘুড়ি র‍্যালি ও প্রতীকী ঘুড়ি উড়ানোর আসরের আয়োজন করা হয়। এবারের চৈত্র সংক্রান্তির স্লোগান ছিল ‘শিশুর জন্মনিবন্ধন করুন’।

সংগঠনটির পক্ষে থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মো. শুকুর সালেক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনেশ্বর ১ম লেন পঞ্চায়েতের সভাপতি মো. সাইফুল ইসলাম, ঢাকাবাসীর মহাসচিব শেখ খোদাবক্স, সদস্য গোলাম ফারুক, শিল্পী বিপ্লব দাস।

এই সভায় জন্মের পর প্রতিটি শিশুর জন্মনিবন্ধন করার জন্য আহ্বান জানানো হয় সংগঠনটির পক্ষে থেকে।

সভায় বক্তারা বলেন, ইতোপূর্বে যারা জন্মনিবন্ধন করেছে, তাদেরকে নতুন করে নিবন্ধন করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। পূর্বে যারা জন্মনিবন্ধন করেছে তাদের নিবন্ধন বাতিল না করে অনলাইনে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সভায় বক্তারা দেশের জন্মনিবন্ধন প্রক্রিয়া আরও সহজিকরণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানান।

এমএসি/আইএসএইচ