‘পুরান ঢাকা থেকে কারখানা না সরলে অগ্নিঝুঁকি সব সময় থাকবে’
পুরান ঢাকা থেকে বিভিন্ন কারখানা সরানো না হলে আগুনের ঝুঁকি থেকেই যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর লালবাগের শহীদনগরে একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণের পর এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, আগুনের জন্য পুরান ঢাকা সব সময়ের জন্য ঝুঁকিপূর্ণ। পুরান ঢাকার জনবসতির ঘনত্ব অনেক বেশি। পুরান ঢাকায় বিভিন্ন কারখানা থাকায় সব সময় আগুনের ঝুঁকি থাকে। এসব কারখানা সরানো না হলে আগুনের ঝুঁকি থেকেই যাবে।
আজকের প্লাস্টিক কারখানার আগুনের কথা উল্লেখ করে তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় লোকজন এবং যানজট কম ছিল। মানুষের উপস্থিতি কম থাকায় আগুন নেভাতে তেমন বেগ পেতে হয়নি। যদি ওয়ার্কিং ডে-তে এ ধরনের ঘটনা ঘটে থাকত তাহলে আগুন বড় আকারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা ছিল।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, সংকীর্ণ ও ছোট রাস্তা ধরে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে অনেক সমস্যা পোহাতে হয়। আশপাশে পানির কোনো সোর্স নেই। কিন্তু দেখা যায় কারখানার মালিকরা সম্পূর্ণ ইলেক্ট্রিসিটি বন্ধ না করে চলে যায়। এ কানেকশন থেকে ইলেকট্রিক শর্ট সার্কিটের পর আগুন ধরে যায়। আবাসিক ও জনঘনত্বের কারণে এ এলাকা আরও বেশি ঝুঁকিপূর্ণ হবে যদি এ ধরনের কারখানা থাকে। এগুলো অপসারণে সিটি কর্পোরেশন কাজ করছে। এগুলো অপসারণ হলে অনেকাংশেই অগ্নিঝুঁকি থেকে রক্ষা পাওয়া যাবে।
এমএসি/এসএসএইচ