জুতা ফ্যাক্টরির কর্মচারী পরিচয়ের আড়ালে ইয়াবাকারবারি
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে ৯৭ হাজার পিস ইয়াবাসহ নুর হোসেন (২১) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। সে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়ে মহানগরীর চান্দগাঁও এলাকায় একটি বাসা ভাড়া নেয়। এছাড়া সে নিজের আসল পরিচয় লুকানোর জন্য একজন ধার্মিক মুসলমান সেজে একটি জুতার কারখানায় কাজ নেয়। কিন্তু মূলত সে একজন মাদককারবারি।
শনিবার (১৬ এপ্রিল) চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
বিজ্ঞাপন
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কয়েকজন ব্যক্তি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ৪ নং ওয়ার্ডের চুনারটাল এলাকার একটি ভবনের ৩য় তলার একটি রুমে ইয়াবা মজুদ রেখে ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রোহিঙ্গা নাগরিক নুর হোসেনকে আটক করা হয়। পরে তার বাসার রুমের ভেতর একটি প্লাস্টিকের বস্তা থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৯৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব জানিয়েছেন, নুর হোসেন তার লোকজনের মাধ্যমে কক্সবাজার থেকে ইয়াবা চট্টগ্রামে নিয়ে আসতেন। এরপর সেগুলো ঢাকা- চট্টগ্রামের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করতেন। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
বিজ্ঞাপন
কেএম/জেডএস