নির্মাণের পেছনের গল্প নিয়ে ‘বিহাইন্ড দ্যা লেন্স’ অনুষ্ঠিত
ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব- ডিআইএমএফ’র উদ্যোগে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা বিষয়ক অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্যা লেন্স’। শনিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে আয়োজিত হয় অনুষ্ঠানটি।
বিহাইন্ড দ্যা লেন্স ডিআইএমএফএফ’এর একটি নিয়মিত আয়োজন যেখানে দেশীয় ও আন্তর্জাতিক নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র এবং নির্মাণের পেছনের গল্প নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি ছিলেন ‘সার্কেল অব সার্কেলস’ এর নির্মাতা সোহেল শাহরিয়ার ও ইকবাল মাহমুদ এবং ‘দ্যা ডে’ এর নির্মাতা অখিল বিজয়া। চলচ্চিত্র দুটি মোবাইল ফোনে নির্মিত এবং ডিআইএমএফএফ’র অষ্টম ও সপ্তম আসরে প্রদর্শিত হয়েছিল।
অনুষ্ঠানে নির্মাতারা তাদের মোবাইলে চলচ্চিত্র নির্মাণের গল্প দর্শকদের কাছে তুলে ধরেন। মুঠোফোন ব্যবহারের মাধ্যমে তাদের চলচ্চিত্র নির্মাণের যাত্রা ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
বিজ্ঞাপন
ইকবাল মাহমুদ বলেন, নতুন কেউ চলচ্চিত্র নির্মাণ করতে চাইলে কাজ শুরু করাটাই প্রধান বাধা। একবার কাজ শুরু করলে সেটি একদিন না একদিন শেষ হবেই।
অখিল বিজয়া তার বক্তব্যে ডিআইএমএফএফ’র সম্পর্কে বলেন, ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব মোবাইল চলচ্চিত্র নির্মাতাদের জন্য অন্যতম শ্রেষ্ঠ একটি উৎসব। আজ আপনাদের মধ্যে উপস্থিত হয়ে নিজের চলচ্চিত্র নিয়ে কথা বলছি, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের।
এরপর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা নির্মাতাদের চলচ্চিত্র সম্পর্কিত নানা প্রশ্ন করেন।
‘নতুন প্রজন্ম, নতুন প্রযুক্তি, নতুন যোগাযোগ’ এই স্লোগান সামনে রেখে ২০১৫ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব। ৯ম আসরে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমা ২৪ সেপ্টেম্বর ২০২২। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট www.dimff.net এ।
এসএসএইচ