বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর কোটি টাকা বিতরণে গড়বড়
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতাবাবদ এক কোটি ২০ লাখ টাকা সুবিধাভোগীদের না দিয়ে আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। রোববার (১৭ এপ্রিল) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
অভিযোগের তীর জামালপুরের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তার দিকে। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট কপি সংগ্রহ ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক টিম। সোমবার (১৮ এপ্রিল) সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
দুদক সূত্র জানা যায়, জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে ১ হাজার ৬৪৭ জন বয়স্ক, ৯০১ জন বিধবা ও ৪০৫ জন প্রতিবন্ধীসহ মোট ২ হাজার ৯৫৩ জন সুবিধাভোগীর টাকা ব্যাংকের পরিবর্তে মোবাইল নম্বরে পরিশোধের সিদ্ধান্ত হয়। মোবাইল নম্বরে টাকা দেওয়ার সিদ্ধান্তের পর থেকে সুবিধাভোগী প্রায় ৮০ শতাংশ মানুষ ভাতা থেকে বঞ্চিত। যার পরিমাণ প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন মোবাইল নম্বর পরিবর্তন করে কৌশলে ওই টাকা আত্মসাৎ করেছেন। ভাতাভোগীরা বিভিন্ন দপ্তরে ঘুরেও ২০২০-২০২১ অর্থবছরের টাকা পাচ্ছেন না।
দুদকের টিম অভিযানে গিয়ে জামালপুর সদর উপজেলাধীন ১২নং তিতপল্লা ইউনিয়ন পরিষদ এবং উপজেলা সমাজ সেবা অফিসে ২০২০-২০২১ অর্থবছরের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেওয়ায় দুর্নীতি সংক্রান্ত সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করেছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশনে শিগগিরই এনফোর্সমেন্ট টিম অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছে দুদক।
বিজ্ঞাপন
আরএম/এসএসএইচ