যাত্রাবাড়ীতে লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় বাজার জমিদার বাড়ি এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. আকাশ (২২) নামে এক লেগুনা চালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে সে মারা যায়।
বিজ্ঞাপন
নিহত আকাশের খালাতো ভাই জুম্মান বলেন, আমার ভাই একজন লেগুনা চালক। আজ ভোরে গ্যারেজ থেকে লেগুনা নিয়ে যাওয়ার সময় মেহেদী ও আরও দুইজনসহ ধোলাইপাড় বাজার জমিদার বাড়ি এলাকায় যাওয়া মাত্রই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পরে থাকলে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকাশ। সে শুধু মেহেদী কে চিনতে পেরেছে।
তিনি আরও জানান, বর্তমানে সে যাত্রাবাড়ীর কদমতলী এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার পদ্মারচর গ্রামে। সে ওই এলাকার মো. মজনু মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিহত আকাশ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী ছিলেন। ছিনতাই অথবা মাদক কারবারিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা তদন্ত করছি পরে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএএ/আইএসএইচ