লাল গোলাপ বিতরণ করে ভালোবাসা উদযাপন
ভালোবাসা দিবসে প্রেস ক্লাবের সামনে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের মানববন্ধন
আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি উপলক্ষে রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে লাল গোলাপ বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করেছে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
সকাল থেকে ফুল বিতরণ ও শুভেচ্ছা বিনিময় শেষে রোববার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি। এর আগে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ও সাধারণ মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাধারণ মানুষ, চা দোকানি, নিরাপত্তা কর্মী, পুলিশ, ট্রাফিক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
বিজ্ঞাপন
মানববন্ধনে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এসটি শাহীন বলেন, জন্মের পর থেকেই মানুষ ভালোবাসাকে কেন্দ্র করে বেড়ে ওঠে। কিছু ভালোবাসা রক্তের সম্পর্কের, কিছু ভালোবাসার সুর প্রাত্যহিক জীবনে চলতে গিয়ে, তেমনি কিছু ভালোবাসা আন্তরিকতারও হয়। ভালোবাসা আমাদের সহজাত মানবিক প্রবৃত্তি। তাই আসুন ১৪ ফেব্রুয়ারিতে সবাই মিলে সৃষ্টি করি ভালোবাসা দিবসের নতুন সংজ্ঞা। গতানুগতিক দৃষ্টিভঙ্গি দূর করে সৃষ্টি করি সামাজিক সচেতনতা।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম আহমেদ বলেন, ভালোবাসা দিবস মানেই সবাই মনে করেন এ ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকাদের জন্য। মানুষের এই গতানুগতিক ধারণাকে পাল্টে দিতেই আমাদের এ প্রয়াস। আমরা চাই সবাই সবাইকে ভালোবাসুক। ভালোবাসা কখনও এককেন্দ্রিক হতে পারে না।
বিজ্ঞাপন
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. রাজিব সরকারসহ ভালোবাসা দিবস উদযাপন কমিটির দলনেতা মিজানুর রহমান, উপ দলনেতা আলী হোসাইন, সুমাইয়া সুমু, শাহাদাত উল্লাহ, সাদেকুল ইসলাম প্রমুখ।
এমএইচএন/এসএসএইচ