রাজধানীর বিমানবন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রেখা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি বিএফডিসিতে সহকারী শিল্পী হিসেবে কাজ করতেন।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রেখাকে উদ্ধার করে নিয়ে আসা পাঠাও চালক শিপন ঢাকা পোস্টকে বলেন, আমার মোটরসাইকেলে চড়ে বিএফডিসি গেট থেকে আব্দুল্লাহপুর যাওয়ার সময় বিমানবন্দর এলাকায় পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান আমার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রেখার বান্ধবী শেলী জানান, নিহত রেখা বিএফডিসিতে সহকারী শিল্পী হিসেবে কাজ করেন। কাজ শেষে তিনি মোটরসাইকেলে করে টঙ্গীর বাসায় যাচ্ছিলেন। রেখার স্বামী শাহীনও পাঠাও চালক।

তিনি আরও জানান, রেখা টঙ্গী এলাকায় স্বামী শাহীন ও দুই সন্তানকে নিয়ে থাকতেন। তার বাড়ি নারায়ণগঞ্জ সদর এলাকায়।

জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে পুলিশ ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এসএএ/এসএসএইচ