সোনালী ব্যাংকের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সোনালী ব্যাংকে থাকবে সোনার মানুষ, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলতে কাজ করবে। তারা অর্থপাচারের মতো এমন কোনো অনৈতিক কাজে সম্পৃক্ত থাকবে না, যাতে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পায়। 

রোববার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন এলাকায় সোনালী ব্যাংকের নতুন কার্যালয়ের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ডেপুটি স্পিকার বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে বাংলাদেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে এখনও কিছু মানুষ আছে যারা ভালো কাজের প্রশংসা না করে সমালোচনা করেন। 

এ সময় সাংবাদিকদের সরকারের ভালো কাজগুলো জনগণের সামনে তুলে ধরতে আহ্বান জানান তিনি। তিনি বলেন, সোনালী ব্যাংকের সংসদ ভবন শাখা অন্যান্য যেকোনো শাখার চেয়ে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী থাকবে, কারণ এখানে ব্যবসায়িক মুনাফা বেশি। কৃষি ঋণ যাতে সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রকৃত কৃষককে দেওয়া যায় সেজন্য প্রতিটি শাখায় ব্যাংকে কর্মরত আইন বিষয়ে উত্তীর্ণ অফিসারদের নিয়োগ করতে‌ হবে। 

ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীদের সেবা গ্রহণকারী সবার প্রতি সমান সেবা দেওয়ার আহ্বান জানান এবং সোনালী ব্যাংক আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডেপুটি স্পিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও স্পিকারের দিক নির্দেশনায় সংসদ ভবন চত্বরে একটি পরিবর্তন আনা হচ্ছে। সোনালী ব্যাংকের সংসদ ভবনের শাখা মূল সংসদ ভবনের বাইরে স্থাপন তারই একটি অংশ। সংসদ ভবন সংলগ্ন এই ব্যাংকে সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকদেরও ব্যাংকে আসা উপলক্ষে সংসদ বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে।

তিনি বলেন, বাংলাদেশকে আরও সামনে দিকে এগিয়ে যেতে হলে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বেসরকারি ব্যাংকের মতো আরও আধুনিক ও উন্নত সেবা দিয়ে বেসরকারি ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে সোনালী ব্যাংককে সামনে এগিয়ে যেতে হবে।

চিফ হুইপ সোনালী ব্যাংকের ব্রাঞ্চের পাশাপাশি প্রত্যন্ত এলাকায় বুথের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে সাধারণ মানুষ ব্যাংকিং সেবা দ্রুত ও সহজে পেয়ে যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বলেন, বেসরকারি ব্যাংকের সেবার মতোই সোনালী ব্যাংকের সেবার মান উন্নত করতে হবে এবং সোনালী ব্যাংককে রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে। যাতে করে এই ব্যাংক সব সময় শীর্ষ স্থান দখল করে রাখতে পারে।

সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আলী আশরাফ আবু তাহেরের সভাপতিত্বে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান ও সংসদ ভবন শাখার ব্যবস্থাপক নিলুফা সুলতানা রুমা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এইউএ/জেডএস