জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

গৃহশ্রমিকদের সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে নানান পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এসডিজির একটি বড় অঙ্গীকার হচ্ছে কাউকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীকেও সঙ্গে রাখতে হবে। গৃহশ্রমিকরা হচ্ছে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ। অথচ তাদের শ্রমের বিনিময়ে নিয়োগকারীর পরিবারের মানুষেরা কাজ করার সুযোগ পায়। তাদের সন্তানরা নির্বিঘ্নে পড়াশোনা করে। অথচ আইনগত বাধ্যবাধকতা না থাকার কারণে গৃহশ্রমিকদের নিয়োগকারীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে না। বিভিন্ন সময় অবিচার ও অশোভন আচরণ করে।

বক্তারা আরও বলেন, বিশ্ব এখন কর্মক্ষেত্রের নারীর প্রতি সহিংসতা ও হয়রানি বন্ধে নানারকম পদক্ষেপ গ্রহণ করছে। কর্মক্ষেত্র যদি নারীর জন্য নিরাপদ না হয় তাহলে একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। পাশাপাশি ব্যাহত হয় সামাজিক ও সাংস্কৃতিক অগ্রগতি। তাই নারীর প্রতি সহিংসতা অর্থ হল অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা। অন্যদিকে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিতে অনেক নির্দেশনা থাকলেও প্রয়োগের দিক থেকে তা দুর্বল। গৃহশ্রমিকদের সুরক্ষায় আইন হলেই এসব নির্দেশনা প্রয়োগ করা সম্ভব হবে।

আলোচনা সভায় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিসহ অন্যান্য বিষয় বিবেচনায় রেখে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসেনসহ আয়োজক সংগঠনের সভাপতি আমেনা বেগম, সাধারণ সম্পাদক মোরশেদা আক্তার নাহার, উপদেষ্টা অ্যাডভোকেট জাহান আরা হক প্রমুখ।

এইচএন/ওএফ