রাজধানীর কলাবাগানের গ্রিন রোডে খাজা হোটেলের ছয়তলা ভবনের কার্নিশ ধসে পড়ে এনামুল হক (৫০) ও শফিকুল ইসলাম (৪০) নামে দুজন পথচারী গুরুতর আহত হয়েছেন। তারা নামাজে যাচ্ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতদের উদ্ধার করে নিয়ে আসা আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি ঢাকা পোস্টকে বলেন, এনামুল হক ও শরিফুল ইসলাম ইফতার শেষে নামাজ পড়তে যাচ্ছিলেন। তখন খাজা রেস্টুরেন্টের ছয়তলা ভবনের কার্নিশ ভেঙে নিচে পড়ে যায়। এতে তারা আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের দুজনেরই মাথায় আঘাত লেগেছে। 

তিনি জানান, এনামুল হক রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার ও শফিকুল ইসলাম সায়মা কম্পিউটার দোকানের মালিক।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, গ্রিন রোড এলাকা থেকে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।  

এসএএ/আরএইচ